বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১০

আমার সকাল


ঘুম ভাঙে মামনির ডাকে । শুরু হয় আর একটা আনন্দহী্ন সকাল ।
বাবা-মা দুইজন ই চাকরি নিয়ে ব্যস্ত সময় পার করেন । বাসা তে সারাদিন একা আমি, আর আমার নয় বছরের ছোটো বোনটা ।
এক কাপ চা হাতে নিয়ে বসে পড়ি এই যন্ত্রটার সামনে , জীবনের অনেক বড় একটা অংশ এখন এই যন্ত্রের দখল এ ।
বই ছুঁয়ে দেখতেও ইচ্ছা করে না কেন জানি , সবকিছুতেই অনাগ্রহ পেয়ে বসেছে আমাকে । কেন এমন হচ্ছে , বলতে পারি না ।
খুব ছোটো বেলার কথা মনে পড়ে, তখন জীবন অনেক সহজ ছিল , সবকিছু ছিল , সবাই ছিল , হাসি ছিল, আনন্দ ছিল ।
এখন জীবন অনেক কঠিন , অনেক জটিল , সবকিছু কেমন জানি নিস্প্রাণ , আমিও আনন্দ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন সাদা-কালো ।

তবুও সময় গড়ায় , সকালটা শেষ হয় , প্রতিদিন , একইভাবে । আমি বুঝি সময় চলে যাচ্ছে , কিন্তু কিছু করার নেই আমার , আমি এখন আর কিছু করতে পারি না ।

এখন দুপুর , একটু পর বিকেল হবে , তারপর সন্ধ্যা নামবে , রাত আসবে ।

কিন্তু আমার প্রতিটা দিন এবং প্রতিটা সকাল একইরকম থাকবে ।

৩টি মন্তব্য:

  1. এর পরে আমি আসলাম তোমার জীবনে এসে তোমাকে কষ্টো দিতে থাকলাম ...... আমি আসলেই তোমাকে অনেক কষ্টো দেই...।আমার মত খারাপ মানুষ এই দুনিয়াতে নাই।

    উত্তরমুছুন
  2. তোমার দোষ দেবনা আমি ।
    হয়তো আমার ভাগ্যেই লেখা ছিলো এমনটা ।

    ধন্যবাদ আমার ব্লগ পড়ার জন্য :)

    উত্তরমুছুন
  3. সময়ের সাথে সাথে জীবনের ঝামেলাগুলো আরো বেশি করে খুঁজে নেবে আমাদের। নিস্তার নেই একদমই। তাই আমাদেরই খুঁজে নিতে হবে আনন্দগুলোকে।

    ব্লগ পরিমন্ডলে স্বাগতম।

    উত্তরমুছুন